# 'আড্ডা' #
  (কবিতা)


বহুজন দিয়েছেন স্বীকৃতি...
প্রাচীন গ্রীসের আড্ডা-বা-আখড়া
অদ্যাবধি, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি।


প্রায় আড়াই হাজার বছর ধরে মানুষ--
এথেন্সের জ্ঞানী-গুনী মনীষীদের
অন্তর থেকে করে চলেছেন সন্মান,
প্রাচীন গ্ৰীক্ দেশের সব শিক্ষাকে
বর্তমান সভ্যতাও....করে সেলাম্ ।


আড্ডাকে বলত ওরা 'জিমনেসিয়াম',
মনন করত...'সুস্থ মনের বাস সুস্থ দেহে'
তাই, মন ও শরীর-চর্চা হোত একই সাথে।


সব কিছুই আলোচিত হোত সে আড্ডায় ...
মূলতঃ...স্বাস্থ্য-সাহিত্য-দর্শন-পলিটিক্স--
আর্ট-স্পোর্টস-ফিজিক্স-ম্যাথমেটিক্স।


মিলন ক্ষেত্র ছিল... জ্ঞানী-গুনী-সবার,
সক্রেটিস, প্লেটো থেকে শুরু করে--
সব জ্ঞান পিপাসুদের ছিল অবারিত দ্বার।


সেখানে হত, তর্কে-বিতর্কে জ্ঞান দেওয়া-নেওয়া
ছিল শেখার পরিবেশ...শুধুই শেখানোর নয় !!
চিত্ত সমৃদ্ধ হোত সে বিদ্যায়...উচ্চপর্যায়,
কথায় বলে...'মানুষ মনে রাখে যা নিজে শেখে'
বেশির ভাগই সে ভুলে যায়...যা অন্যে শেখায়।


এথেন্স ছিল বরেণ্য মনিষীদের পীঠস্থান,
যতদিন সূর্য-চন্দ্র-গ্ৰহ-তারা থাকবে আকাশে,
ততদিন স্মৃতিতে উজ্জ্বল থাকবে সেই 'আড্ডা'--
সাথে ...সবক্ষেত্রে তার সব মেধাবী সন্তান।


সভ্যতা বিবর্তনের পথে ...
আড্ডা রুপান্তরিত হল ইউনিভার্সিটিতে
অনেক মৌলিক পরিবর্তন নিয়ে,
বন্ধ হোল অন্তর্মুখী জ্ঞানার্জন, নিজেকে জানা,
প্রাধান্য পেল...সহজ-বহির্মুখী-অর্থকরী বিদ্যা
জন্মনিল পেশাদারি লোভী জীবন !!
ভুলে গেল মুখস্ত করা...প্রায় সব নীতি বিজ্ঞান।


মায়ার ছলনায় এখন়....সব অন্তঃসারশূন্য মরু
ঠকে-শিখে, প্রায় সব মানুষই এখন বোঝে--
প্রাচীন গ্রিসের শিক্ষাই ছিল, সভ্যতার সঠিক শুরু।


প্রাচীন আখড়ার অপভ্রংশ...বর্তমান সব আড্ডা,
কোথাও কিছুটা সৃজনশীলতা থাকতেও পারে !!
তবে বেশির ভাগই...হামবড়াই-পরনিন্দা-পরচর্চা।
**********************************************
সুব্রত ভৌমিক ০৭০৯২০২০  ২৬১১২০২১ কোল-৭৫
***********************************************