# 'আমার মা' #              


(১৫০তম কবিতা)


ফি বছর 'মে' মাসের ন'তারিখে ঘটাকরে
পালিত হয় 'মাতৃদিবস', সারা বিশ্বজুড়ে,
আমার 'মাতৃদিবস' !! মনেমনে বছর-ধরে।
বয়ে যাচ্ছে বর্তমানে 'কুড়ি-বাইশ' খ্রিষ্টাব্দ
মাতৃহারা হয়েছি সেই যৌবনে !! এখন বৃদ্ধ।


দেশ জুড়ে পাওয়া যাবে বন্ধু এখন মেলা
প্রতিবেশী, পরিজন আর...স্ত্রী-পুত্র-কন্যা
সবার সাথে সম্পর্ক নয় সম্পূর্ণ খোলামেলা,
অবসরে, খুব মনে পড়ে জন্মদাত্রী 'মা'-কে
ছিলেন খুব কাছের...নিঃস্বার্থ বন্ধু অনন্যা।


'স্নেহগর্ভ' থেকে মুক্তি দিয়েছিলেন কৈশরে
জয়ী হই 'প্রবাস-জীবন-যুদ্ধে'...সাহস করে,
'চলার-পথে' পরিবারের প্রেরণা তুলনাহীন
কিন্তু যতটুকু হয়েছি, 'মা'-র অবদান সর্বাগ্রে।


মনের গোপন কথা উগড়ে দিতাম নির্ভয়ে
ধন্য হতাম সব সময়...নিঃস্বার্থ উপদেশে ।
আমার দৃঢ় বিশ্বাস...
তিনি আছেন আমাকে ঘিরে, সর্বক্ষণ সর্বত্র
তাঁরই করুণায়, সুস্থ জীবনে আছি জীবিত।
*************************
ভৌমিক  ০৮-০৭-২০২২  কোল-৭৫
*************************