.            # 'আমার উত্তর' #
                   (কবিতা)


দশের চাকরির বেনিয়মে, প্রশ্ন জাগে বহু মনে
ঘুষ দাতারা কি সবাই সাধু? নেই দোষ জীবনে?


প্রশ্নের উত্তরে বলি দু্'টো কথা...'প্লীজ' শুনুন।
গরীব বা মধ্যবিত্ত সংসারের ঘরে ঘরে অশান্তি!
বেকার-যুব-সদস্য কি ভয়ানক জ্বালা ! জানুন।


পারিবারিক অশান্তি এড়াতে, প্রায় স্বর্বস্ব দিয়ে-
পরিবার-পরিজনের ভবিষ্যৎ গড়তে ঘুষ দেওয়া-
বিভ্রান্ত গুরুজনদের কোন অপরাধ নয়! মানুন।
কলুষিত সমাজে, প্রতিষ্ঠানে ভরসা নেই কারো
এটাই এখন দেশে জ্বলন্ত সমস্যা, হ্যাঁ কিনা বলুন!


অবিবাহিত সাধারণ চেহারার সব বেকার মেয়েরা
মধ্যবিত্ত পরিবারের বিশাল গলগ্ৰহ ! এটাই সত্যি,
সাধ্যের বাইরে অর্থ বিনিময়ই বিয়ের চাবিকাঠি
এটাই সত্য সর্বস্তরে, হয়নি প্রায় কোনই উন্নতি।


বাঁচতে হলে গরীবদের সহ্য করতে হয় বহু বেনিয়ম
কান পাতলে শুনতে পাবেন, নিত্য নূতন সব ধরন,
সততাকে বোকামি ভাবে, তথাকথিত চতুর জনগন
বলুন...কোন পথে অস্তিত্ব রক্ষা করবে জনসাধারণ?


সোজাসুজি ভাবলে, তারা আইনের চোখে দোষী
আসলে, তারা সৎ মানুষ হয়েও পরিস্থিতির শিকার,
বেলাগাম দুর্নীতি ! কেড়েছে  সৎ থাকার অধিকার।


উচ্চপদস্থ আমলা, সাথে কয়েক মন্ত্রীর বজ্জাতি
মানুষকে বিপদে ফেলে, গড়ছে টাকার পাহাড়!
আদালতই পারে করতে, এ বিপদ থেকে উদ্ধার।


স্বার্থ ভুলে, ঘুষ দেওয়ার ব্যাপারে কোনদিন যদি-
গনতন্ত্রে আমজনতা ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করে
তবে, ক্ষমতাবান জল্লাদ সব হবে জব্দ চিরতরে।


বিবেক তাড়িত হয়ে ভাবনা, নিজের মত করে
ভুল হলে, কেউ অপরাধ নেবেন না দয়া করে।


****************************
সুব্রত ভৌমিক  ১৩-০৩-২০২৩  কোলকাতা-৭৫
****************************