শিরোনাম: অপ্রিয় সত্যি কথা।
কলমে: সুব্রত ভৌমিক
তারিখ: ১০-০৭-২০২৫
*****************************************
তরোয়াল থেকে শুনি লেখনীর জোর অনেক বেশি
কিন্তু...'ভার্বাল-এবিউজ' মুহূর্তে কাড়ে মনের খুশি।
বিত্তশালী, প্রভাবশালী আগাম-জামিন যায় পেয়ে!
আমজনতার অপরাধে ! তক্ষুনি স্থান হয় হাজতে।
সবলদের কাছে, মুখাপেক্ষী-দুর্বল অনেক ভালো
স্বনির্ভর হলে ? তারা যে পাবে জ্ঞানের আলো !
'জাদুর লাঠি' বলতে যা বোঝায়...তা হালে 'ধর্ম'
না বুঝেই কিছু মূর্খের দল করে বজ্জাতি, কূকর্ম।
পরিকল্পিত বহু হত্যা অপরাধের সুবিচার দূরঅস্ত
খুনিরা... খুনের প্রমাণ লোপাটে আজ সিদ্ধহস্ত।
মোটেই ভালো লাগেনা ভাবতে এই সব রূঢ় সত্য
আশা রাখি ভবিষ্যতে আসবে সুদিন, ঘুচবে দুঃখ।
----------x-----------