.               ' আর্কিমিডিস প্লীজ'

                                       ✍️ সুব্রত ভৌমিক।
                                         কোলকাতা-৭৫
                                          ০৫/০৪/২০২৫

বাংলায়... শিক্ষার আকাশে এখন দুর্যোগের ঘনঘটা !!
               অধীর আগ্ৰহে পথ চেয়ে সবাই --
যদি পেয়ে যায় আরেক জন 'আর্কিমিডিস'-এর দেখা !

"ইউরেকা ! ইউরেকা !" বলে...পথে যাবেন তিনি ছুটে !!
                আর, অঙ্ক কষে বলবেন দ্রুত --
কতজন 'যোগ্য-অযোগ্য' শিক্ষক...'ছাব্বিশ-হাজারে'!

স্বপ্ন ভেঙ্গে চুরমার !! সব যোগ্য নব-শিক্ষক-শিক্ষিকার,
                  প্রায় এক দশক পরে হটাৎ --
কোর্টের রায়ে ! যোগ্য-অযোগ্য সব টিচার হলো বেকার !

কাঁকর বাছতে না পেরে ! চালের পুরো-বস্তাই হলো বাতিল,
         চালের ভবিষ্যত কেউ জানে না,
চাল কতটা আছে প্লীজ বলুন আপনি ! অঙ্ক কষে জটিল।

পোড়া, এ বাংলার গলায় পড়েছে দুর্নীতির কঠিন থাবা,
                আর্কিমিডিস যদি নাও আসেন !
সুদিনের আশা নিয়ে, তবুও বুক বাঁধবেই সব হতভাগা।

                     ------------x-----------