# 'আশাপাশ' #  
    (কবিতা)


জীবনে...প্রায় সবার অহংকার
শুধুই বহির্মুখী অর্থকরি বিদ্যার,
অন্তর্মুখী-জ্ঞান-প্রদীপ নিভে যায়
উদ্দাম্ যৌবনের লোভের বন্যায়।


জ্বলেনা আলো, ছড়ায়না ধূপের সুগন্ধ
অন্ধকার মন-মন্দিরের মনি-কোঠোরে,
জীবন সার্থকতায়, মনের অভিযান হয় বন্ধ
সহজাত সৃজনশীল প্রতিভা মরে, চিরতরে।


অস্থির মন...কামিনী-কাঞ্চনের চিন্তায়
"শ্রেয়া"ভুলে, "প্রেয়া"-র পথে
ছোটায় সজোরে নিজের জীবন-রথ !!
গতানুগতিক...প্রাণহীন শুষ্ক সে পথ,
ঠিক, মরুভূমির বালিয়াড়ির মত.....
জীবনে জমে, শুধুই টাকার পাহাড় !!
আশারূপী নাগপাশ থেকে মুক্তি পায়না --
অমূল্য মানব জীবন, কোনদিন আর...
যতদিন না মৃত্যু...মুক্ত করে জীবাত্মার।
*******************************************
সুব্রত ভৌমিক ০৯০৯২০২০,০১১২২০২১ কোল-৭৫
ঋণ স্বীকার:- কঠো উপনিষদ্
********************************************