শিরোনাম:   অসীমের অতিথি
কলমে: সুব্রত ভৌমিক
           কোলকাতা-৭৫
তারিখ:  ২৭-০৬-২০২৫
**********************************

ও হে...অসীমের অতিথি
                          এলে মোদের দুয়ারে
বর্ষণ সিক্ত ভরা আষাঢ়ের
                          স্নিগ্ধতা-ভরা প্রভাতে।

ডানার ঝাপটা ঝাপটি
                       সাঁই সাঁই শব্দ- মদকতা
সাথে, সুমধুর কলতান
                       যেন শুভ দিনের বার্তা।

কাক-শালিকের দাপাদাপি
                         মুগ্ধ হয়ে চেয়ে দেখি
তুষ্ট সামান্য খুদ কুঁড়োয়
                     মিলে মিশে সবাই খায়।

নেই ! নেই কোন 'টেনশন'
                         অতি অল্পে খুশি ভীষণ!
নেই কোন পার্থিব সঞ্চয়!
                        হারানোর তাই নেই ভয়।

না আছে ওদের রাজ-প্রাসাদ
                        না আছে মজবুত ঘরবাড়ি
তবুও থাকে কত উদাসীন !
                         সদাই চঞ্চলতা, ছোটাছুটি।

সহজাত প্রতিভা নিয়ে জন্মায়
                          অন্য সব প্রাণীরই মত
হেসে খেলে বেড়ায় সদাই
                    নিজ-বলে থাকে সুরক্ষিত।
                        
হায়রে! সব মূর্খ মানুষের দল
                  ওদের থেকে শিক্ষা নিলি কই?
তোদের জীবনে তাই এতো দুঃখ
                লোভ-লালসায় জর্জরিত সদাই।

           ---------------x----------------