.            'বাচ্চুদা স্মরণে'  
            
.                ✍️ সুব্রত ভৌমিক (বাবু)
                   কোলকাতা:- ৭০০ ০৭৫  
                   তারিখ :-১৯-০২-২০২৫
                  
বারো দিনে দু'বার !! যমরাজ দিলেন হানা -  
                পরবাসে দাদার বাড়ি,
তাঁর হাত ধরে তাঁরা, পরপারে দিল পাড়ি।

অবিচ্ছেদ্য ! তাঁরা ছিল দুই প্রেমিক-আত্মা
               'বাচ্চুদা' ও 'ছবিদি'
বয়সে কিছুটা বড়....আমার 'দাদা-বৌদি'।

অল্প দিন ভুগে আচমকা চলে গেল বৌদি!
             তার বারো দিনে পরে -
শোকার্ত দাদাও আজ গেল একই পথ ধরে।

বিরহে! নিজের মৃত্যু ডাকতে পারে ক'জন?
                    তুমি নতুন নজির -
যারা, এক মৃত্যুতে প্রেমের তরে মরে দু'জন।

প্রার্থনা করি...চির-শান্তিতে থেকো দু্'জনে -
                   নতুন ঠিকানায়,
কেন যে চলে গেলে হঠাৎ ! বোঝা বড় দায়।

         ****** 🙏 ******