# 'বাইশে শ্রাবণ-১৪২৯' #  
    (কবিতা)


আজ আবার এসেছে ফিরে সেই ২২-শে শ্রাবণ
বিষন্ন হৃদয় সব, সর্বদা তাঁকেই কোরছে স্মরণ।


আজ বর্ষণমুখর  দিন, আকাশে মেঘের ঘনঘটা
এদিনে ছেড়েছেন তিনি ভূলোক, কাটিয়ে মমতা।


শতাব্দী পরেও, প্রাসঙ্গিক আপনি সবার অন্তরে,
প্রাণ পায় বল !! আপনার লেখা ও গানের সুরে।


আপনার স্থান শূন্য !! সমকক্ষ কারো হয়নি জন্ম
চারিদিকে শুধু অবক্ষয় !! দিশেহারা পর-প্রজন্ম।


জাতীয় জীবনে মূল্য বোধের অবস্থান তলানিতে
গরীব মানুষ শোষণের শিকার...সর্বহারা জীবনে।


কামিনী-কাঞ্চন ! ধ্যান-জ্ঞান এখন প্রায় সব নেতার
গরীবের রক্ত শোষন করে ! জমায় টাকার পাহাড়।


অসীম হতাশায় দ্রুত ডুবছে, সবার সাধের বাংলা
দুর্নীতি হয়ত শীঘ্র ধ্বংস করবে, এ সুজলা-সুফলা।


বিরাশি-তম তিরধান দিবসে আজ -
কবিগুরু ৺রবীন্দ্রনাথ ঠাকুকে করি শ্রদ্ধাজ্ঞাপন
পরিত্রাতা হয়ে পোড়া বাংলায়, দিন আবার দর্শন।
*******************************************
সুব্রত ভৌমিক  ০৮-০৮-২০২২  কোলকাতা-৭৫
***************************************