.            ₹'বন্ধু মদন মোহন গুপ্ত স্মরণে'#
                        (শোকবার্তা)


মদন তুই কি সত্যি সত্যিই চলে গেছিস চিরতরে ?
             কারো বিশ্বাসই হচ্ছে না
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, ভালো হয়ে গেলি তো!
            কেন শেষ রক্ষা হোল না?


তোর মত উদার মনের বন্ধু হয়তো আর পাব না
           এ কথা কিন্তু 'বেকা'-র সবার
কক্ষনো তোর আসবে না 'কল' বা বার্তা ফোনে
            যা চওড়া করবে বুক আমার।


চলে যাওয়ার বয়স হয়েছিল না, মদন তোর
              চলে গেলি কি কারণে ?
'জিটি'-তে দেখা যাবে না তোর তালি দিয়ে নাচ
            সবার সাথে কোমড় দুলিয়ে।


তোর মত নির্ভেজাল ভালো মানুষ বন্ধু পাওয়া
            ভাগ্যের কথা অতি অবশ্যই
পরজন্ম বলে যদি কিছু থাকে, তবে দেখা হবেই
         ততদিন অপেক্ষা করবে সবাই।


এ কবিতা আজকে লিখতে বসবো সকাল বেলা
                 স্বপ্নেও ভাবতে পারিনি
সবই বিধির বিধান, খন্ডানোর সাধ্য নেই কারো-
               সময়ে তাঁর হাতছানি।
      
কেন সহসা চলে গেলি সব ফেলে অসীমের পথে?
                হয়তোবা, তাঁর প্রয়োজন
প্রার্থনা করি, শান্তিতে থাকিস যেখানেই থাকিস
              তোকে ভুলবে না প্রিয়জন।


******************************
সুব্রত ভৌমিক ২৩-১২-২০২৩ কোল-৭৫
বন্ধুর মৃত্যু তারিখ... ২২-১২-২০২৩  প্রথম রাতে।
******************************