.           # 'বন্ধু নিমাই দত্ত স্মরণে' #
                         (কবিতা)


চির-তরুণ নিমাই দত্ত, আজ ভোরে চলে গেল
                না-ফেরার সেই দেশে
পেছনে রইল, পরিবার ও অসংখ্য বন্ধু-পরিজন
              প্রার্থনা এলো না কাজে।


চলে যাওয়ার বয়স হয়েছিল না, নিমাই তোমার
             চলে গেলে কি কারণে ?
ভোরে চায়ের দোকানে হবে না আর গলা উঁচু
            কারণে আর অকারণে।


তোমার সাথে শেষ ঘুরে আসা 'মায়পুর ধাম'
             দু'দিনের স্মৃতি, দগদগে
তার আগে, গত শীতে সুন্দর বন সদলে বিহার
            কত কত চলা ! একসাথে।


সক্রিয়-বরিষ্ঠ-আদি সদস্য ছিলে তুমি নিমাই দত্ত
                SMWA এর নম্বর চোদ্দ,
সব অনুষ্ঠানে ও সব পিকনিকে সপরিবারে উপস্থিতি
                 দিত সবাইকে আনন্দ।


লক্ষ্যভেদে দেখিয়েছো তোমাদের মুন্সীয়ানা পিকনিকে-
               এই তো মাস চারেক আগে,
সরকারি-"প্রনাম" স্পোর্টসেও পেয়েছো প্রাইজ সদ্য !!
                শূণ্যে-অন্তর্লীন হটাৎ, দুর্বোধ্য।


সহসা চলে গেলে সব ফেলে, অসীমের পথে তড়িঘড়ি
                হয়তোবা, তাঁর প্রয়োজন
প্রার্থনা করি, শান্তিতে ভালো থেকো যেখানেই থাকো
              তোমাকে ভুলবে না প্রিয়জন।


******************************
সুব্রত ভৌমিক      ০১-০৬-২০২৩     কোল-৭৫
******************************