# "বাংলা-ভাষা" #
     (কবিতা)
        
স্বাধীন বাংলায়...
শুকিয়ে যাচ্ছে 'মাতৃভাষা-নদী'
বিংশ শতাব্দীর সাহিত্য-জোয়ারে--
ভাঁটার টান !! কোথায় হারিয়ে যাচ্ছে
বাংলার উজ্জ্বল সাহিত্য সংস্কৃতি ??


আন্তর্জাতিক স্তরে উন্নত হওয়ার জন্য
বাঙালি আঁকড়ে ধরেছে সাহেবীয়ানা
ইংরেজি মাধ্যম স্কুলে ভরে গেছে দেশ
শুদ্ধ বাংলায় কথাবলা, শ্রেফ নির্বুদ্ধিপনা !!
কারন, তার জীবনে উন্নতি হতেই পারেনা !!


অসংখ্য দেশ প্রেমিকের রক্ত, মায়ের অশ্রু
স্বাধীনতা সংগ্ৰামে বৃথাই ঝর়লো,
তাঁরা আজ অপাংক্তেয় !!
তাঁদের সোনার বাংলা স্বপ্ন, অধরাই রইলো।


শুনে আশান্বিত ...
সীমান্তের ওপারে 'বাংলাদেশে'
সন্মানিত সর্বক্ষেত্রে মাতৃভাষা,
এপার বাংলা একদিন না একদিন বুঝবে
পশ্চিমা-সংস্কৃতি অনুসরণ ছিল সর্বনাশা।i
**********************************
সুব্রত ভৌমিক  ২১-০২-২০২১  কোল-৭৫
**********************************