"বর্ষশেষ-কবিতা-১৪২৯"


হে পহেলা বৈশাখ ১৪২৯....
দিয়ে, চৈত্রসংক্রান্তির চড়ক-মেলা
শেষ হল, একলা তোমার পথচলা।


তোমার ফিরে চলা সর্বদা একা একা
যেন, যুধিষ্ঠিরের একলা স্বর্গযাত্রা।
পিছে, মুখ থুবড়ে পড়ে সব জনতা
অযোগ্য, দুর্নীতিগ্রস্ত  মৃত্তিকাবাসী
শুধুই নির্বিঘ্নে...তাঁর ঘর-ওয়াপসি।


আগামীকাল আসছে বঙ্গাব্দ ১৪৩০
তাঁকে, একটু তুমি অনুরোধ করো
ফিরতি পথে, মুমূর্ষু মানুষগুলোকে
উদ্ধার করে নিয়ে, করেন স্বর্গারোহ।
************************
সুব্রত ভৌমিক  ১৪এপ্রিল১৪২৯ কোল-৭৫
*************************