# 'বসন্ত-বিলোপ' #
     (কবিতা)                


মনটা আজ অশান্ত...
শুনলাম...গ্ৰীষ্মের করাল গ্ৰাসে
দ্রুত বিলীন হয়ে যাচ্ছে নাকি বসন্ত !!


বছর বছর...কমের দিকে তার আয়ু !!
মনের-গহন-দেগে-দিল...এ দুঃসংবাদ
পাল্টে যাবে নাকি ? পৃথিবীর জলবায়ু !!


রুক্ষ-শুষ্ক শীতের মরুপথ পেরিয়ে আসে
প্রকৃতির যৌবন, উজ্জ্বল ঋতুরাজ বসন্ত....
শ্যামল-বাহারি-বনানী, দেয় মিলনের ডাক
প্রানের স্পন্দনে জেগে ওঠে দিগ্-দিগন্ত।


কাল-প্রবাহে, যদি হারিয়ে যায় "ঋতুপতি" !!
প্রেম-অভিলাষীদের হবে অশেষ দুর্গতি।


মানুষের জীবন বিপন্ন দেবতার রোষে...
তিনি রুষ্ট !!
মানুষের নিত্য নিষ্ঠুর "প্রকৃতি" বিনাশে।


সুদূর অতীত বলে...পৃথিবীতে--
কোটি কোটি বছর, ছিল ডাইনোসরদের বাস,
অপছন্দে...প্রকৃতি করেছিল তাদের সর্বনাশ।


আবহাওযা-পরিবেশ, হয়ে যাচ্ছে উষ্ণতর--
মানুষের "আরো-সুখ" চাহিদার কারনে...
অস্তিত্বের সংকটে আজ সমস্ত অমূল্য প্রাণ !!
সব দিশেহারা, কি যে হবে !! কে-এ-এ জানে।
***************************************
সুব্রত ভৌমিক  ০২০৩২০২১-০৯১১২০২১    
কোল-৭৫
***************************************