# 'বসুন্ধরা দিবস' #
     (কবিতা)


জীবনে পেয়েছেন সবাই যথেষ্ট...
কম দিয়ে, করেনি বসুধা কারো অসুবিধা,
না চাইতেই !! দিয়েছে তাঁর সবকিছু ঢেলে
প্রতি-দানের ব্যার্থতা...বুকে বাজে সর্বদা।


অকৃতজ্ঞরা,  শুধুই ভোগ করেন সুন্দর প্রকৃতি
ভাবেন না, প্রতিদানে তারও দেওয়া দরকার !!
নূতন কিছু কেউ সৃষ্টি করতে পারেন না ধরায়
শুধুই দরকার...একটু অকৃত্রিম ভালোবাসার,
জীবনের সাঁঝ-বেলায়, এ ভেবে হতাশ অন্তর।


সবই ছিল !! মানুষ করেছে শুধু 'আবিষ্কার'
তাতেই কত বড়াই !! যেন সবজান্তা মাস্টার !!
নিজেকে জ্ঞানী মানে, কিন্তু কতটুকু জানে ?
পরিবেশ ধ্বংস করে... বিপদ ডেকে আনে !!


বাইশে এপ্রিল "বসুন্ধরা দিবস", আসে যায়...
এক দিনও কি পেয়েছেন ধরিত্রী "মা" শান্তি !!
সবাই সুন্দর লেখেন সেদিন, বড় কথা বলেন
কিন্তু শেষে সব ভুলে যান...কি যে হবে গতি !!
ঈশ্বর সহায় হউন, সবার ফিরে আসুক সুবুদ্ধি।
**************************
সুব্রত ভৌমিক  ১৯-০৭-২০২২  কোল-৭৫
**************************