.           # 'বাৎসরিক পিকনিক' #
               (কবিতা)


দিনটি...আঠারো-বারো-কুড়িবাইশ সাল
SMWA পরিবারের আকাঙ্খিত পিকনিক-
প্রতিবারের মত এ বছরও থাকলো বহাল।


পিকনিক স্থল...সোনারপুরের আরাপাসে
কোলকাতার যাদবপুরের খুবই কাছে !
সত্যিই অপূর্ব ! সবুজ প্রাকৃতি-পরিবেশে।


অতি সুন্দর ছিল সব কিছুর ব্যবস্থাপনা
গানবাজনা-খেলা-খাওয়া-দেখাশোনা
সহজে মনে হয় এসব...ভোলা যাবে না।


ঠিক পাশের জমিতে মালিকের বৃদ্ধাশ্রম-
ও বাচ্চাদের মানসিক প্রতিবন্ধী আবাস,
সেখানেও সব কিছু সুন্দর, আতি মনোরম।


মন কাড়ল হোমের সব অসহায় কচিকাঁচা
কিসের অভিশাপে কষ্টে তাদের বেঁচে থাকা!
আমাদের সামান্য উপহারে তারা কি খুশি!
মনে হলো, ঘনঘন যেন সবাই এখানে আসি।


বৃদ্ধাশ্রমে...সময়ের গতি হয়েছে প্রায় স্তব্ধ
নিরিবিলিতে আছেন, অসুস্থ সব বয়জ্যেষ্ঠ ।
এ জীবনের মানে...ওনাদের হারিয়ে গেছে
প্রিয়জনেরা তাঁদের, সব বিশ্বাস ভেঙ্গেছে।


নিস্তব্ধতা ভঙ্গ করে মাইকে গান বাজনায়
আজ সারাদিন ধরে হলো শুধুই আনন্দ,
আমাদের সব সদস্য ও হোমের লোকজন
সবাই পেয়েছে আজ...ছুটির স্বাচ্ছন্দ্য।


SMWA পরিচালন কমিটি, যুগ যুগ জিও।
*************************
সুব্রত ভৌমিক  ১৯-১২-২০২২  কোল-৭৫
SMWA... Santoshpur Morning Walkers Association.
*************************