.   # 'বাওয়ালী -রিসর্ট কড়চা' #
                (কবিতা)


সুখের সময় আজ যাচ্ছে বয়ে
এগার-ই জ্যেষ্ঠে, আমার সাথে
সপরিবারে চলেছি...'বাওয়ালী'
জামাই-মেয়ের মিষ্টি সঙ্গ নিয়ে।


সেখান থেকে এসেছে বড় গাড়ি!
আমাদের সঙ্গে করে নিয়ে যেতে
তারাতলা, বজবজ পেরিয়ে যাচ্ছি
পাঁচজন 'এসি' চালিয়ে আরামেতে।


দু'ঘন্টায় পোঁছে গেলাম যথাস্থানে
আপ্লুত হলাম... স্নিগ্ধ আপ্যায়নে,
থালায় দীপ জ্বালিয়ে বাঙালি মতে
বরণ করল, মূল ফটকের সামনে।


ফটক পেরিয়ে ঢুকতেই আঙিনায়
সময় পিছিয়ে গেল...তিনশ বছর!  
বিদেশী-স্থাপত্যে, অনবদ্য প্রাসাদ
কিন্তু স্পষ্ট সময়ের ছাপ, অনাদর।


সংস্কার করে, আজ জীর্ণ রাজবাড়ী-
সুন্দর আধুনিক বিলাসবহুল 'রিসর্ট',
আতিথিয়তা-সংস্কৃতি-ভোজন বিলাস-
শ্যামলীমা নিয়ে মুগ্ধকর এক 'কনসর্ট'।


পরের দিন....
একটু পরে ছাড়ব 'বাওয়ালী' দ্বিপ্রহরে
রইল মনে....সপরিবারে আসব ফিরে।
ফেরার পথে ফটকেতে হাতে হাতে নাড়ু!
ভোজন-রসিক বাঙালি কি ভুলতে পারে?
************************
সুব্রত ভৌমিক ২৭০৫২০২৩ বাওয়ালী
************************