.              #  'বয়েস ভাবনা' #
                      (কবিতা)


বয়স...সবার ফটাফট্ বেড়ে যাচ্ছে কেন?
            কারণ-টা খুবই ছোট্ট
এক বছরে যে দিনের সংখ্যা খুবই কম !!
             তিনশ-পয়ষট্টি মাত্র।


যদি, প্রতি মাসে দিনের সংখ্যা হয় দ্বিগুণ !!
            বয়েস হবে তখন আধা
বিয়ে-শাদি সব হবে, খুব কম কম বয়সে !!
             খুবই মজা হবে দাদা।


ঋতুচক্রের গতি নিয়ন্ত্রণ নেই মানুষের হাতে
            যাবে না করা তাকে 'স্লো'
প্রতিটা ঋতুই আসবে সেই বছরে দু'বার করে
           তাতে কিইবা এসে গেলো?


তবে, গুরুতর সমস্যা হবে সংসার চালাতে,
           ষাট দিন এক মাইনেতে ?
কিছুতেই পারা যাবে না সবদিক ঠিক রাখতে,
           থাক্...চাইনা বয়স কমাতে।


বয়সের ছাপ শুধু দেহে পড়ে, মনেতে পড়ে না
               তাই, এ নিয়ে চিন্তা করি না।
সংসার সামলে শুধু দেখি, সবেতেই আছি কিনা
               এর বেশি কিছু আর চাই না।


****************************
সুব্রত ভৌমিক   ০২-০১-২০২৩  কোল-৭৫
****************************