# 'ভাবনা অন্যভাবে' #


অন্যকে সর্বদা অসৎ ভেবে
নিজেকে যে ভাবে সাধু
সৎ সে একদমই নয় !!
নিজেকে নিয়ে যে কিছুই ভাবেনা
লোকে বলে, সেই ভাল মানুষ হয়।


অন্যকে যারা ডাহা মূর্খ ভেবে
নিজেকে বিশ্ব-পন্ডিত ভাবে
বিদ্বান্ সে মোটেই নয় !!
সব 'জানিনা' জানাটাই জ্ঞান
সক্রেটিসের দর্শনেই জানা যায়।


অর্থবলে যারা ছিলেন 'মহারাজা'
তারা সব বিস্মৃতির খাতায় আজ,
আর ত্যাগে যারা মঠধারী সন্যাসী !!
তাঁরা প্রণম্য , লোকে ডাকে 'মহারাজ'।


অনুভবে, অভিজ্ঞতায়...
বয়সকালে কালে আমার উপপত্তি
অনেকেই, এ সব বোধহয় জানে !!
উৎপত্তি করলাম অযথা বিরক্তি
তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী।
*********************************
সুব্রত ১০১২২০২০, ০৫১০'২১ কোল ৭৫
*********************************