.            # 'ভাষা দিবসের কথা'#
                        (কবিতা)


এসেছে ফিরে...যুগান্তকারী একুশে ফেব্রুয়ারি
বয়ে নিয়ে শহীদ-রক্তে-রাঙানো ভয়ংকর স্মৃতি!
রক্ত-পিচ্ছিল পথে এনেছিল মাতৃ ভাষার স্বীকৃতি,
জাগিয়ে ছিল স্বাধীনতা অর্জনের তীব্র বাসনা।
এর প্রায় দু'দশক পর...
পূর্ব পাকিস্তানের, সব নিয়ন্ত্রণ হারায় 'করাচী'।


বিক্ষুব্ধ প্রায় সবার মনে, অহরহ এক প্রশ্ন জাগে
পাকিস্তান সরকার, তখন কোন আইনের বলে -
পূর্ব-পাকিস্তানে করে ছিল আকছার গুলি বর্ষণ?
লাগু না করে... 'স্বাধীন পাকিস্তানের সংবিধান'?


যুক্ত হয়, নূতন এক চরম লজ্জার দিন ইতিহাসে
যেন আর এক 'জালিয়ানওয়ালাবাগ' হত্যালীলা!
সহজ-সরল-প্রতিবাদী-নিরস্ত্র জনগণের প্রাণ নিয়ে
'গোরা'-দের দমন আইনে লাল রক্তে হোলি খেলা।


ইংরেজদের সুচতুর চালে, লোভে পড়ে যারা-
শুধু নিজের স্বার্থের জন্য দেশ করেছিল বিভক্ত
'বৃটিশ-চটি-চাটা' তারা, পৈশাচিক কর্মের হোতা
বিবেক হীন হয়ে, দু'দেশের বুক করে ছিল রক্তাক্ত।


পূর্ব পাকিস্তানে...
এ ছিল অস্তিত্ব রক্ষার যুদ্ধ...স্বতঃস্ফূর্ত প্রতিবাদে-
বাংলা ভাষা প্রতিষ্ঠিত করা...'উর্দু' ভাষার পাশে,
উনিশ-বাহান্ন  খ্রিস্টাব্দে ... ফেব্রুয়ারির একুশে।


প্রায় চার যুগ পরিচিত ছিল দিনটি "শহীদ দিবস" নামে
ইউনেস্কো 'ভাষা দিবস' আখ্যা দেয়, স্বাধীনতারও বহু পরে।
বাংলাদেশের, তেয়াত্তরতম ভাষা আন্দোলনের প্রত্যুষে
রইলো বিনম্র 'শহীদ-শ্রদ্ধাঞ্জলি', মাতৃ ভাষা ভালোবেসে।


*********************************
সুব্রত ভৌমিক  ২১-০২-২০২৪  কোল-৭৫
*********************************