.               # 'বিশ্ব বই দিবস-২০২৩'#
                        (কবিতা)


বিশ্ব রঙ্গমঞ্চে স্বনামধন্য অনেক সাহিত্যিক
তেইশে এপ্রিল দিনে করেছেন যাওয়া আসা
তাঁদের স্মরণ করে, বই পড়া জনপ্রিয় করতে
এই দিনকে বিশ্ব বই দিবস হিসেবে হচ্ছে মানা।


গুহার পাথুরে দেওয়াল হল প্রথম বইয়ের পাতা
সময়ে পাল্টেছে ধরন, কাঠ-প্যাপিরাস-তুলোট হয়ে
বর্তমানে অজস্র অমূল্য অরণ্য-প্রাণ বিনিময়ে-
ঝক্-ঝকে, তক্-তকে সব বই ও লেখার খাতা !!


কথায় বলে এক একটি বই হল এক একটি স্বপ্ন
হাতে হাতে যত ঘুরে বেড়ায়, ততই সে পায় যত্ন।
বইয়ের পাতায় পাতায় বাস করে লেখকের আত্মা
অমর হয়ে থাকে অনন্তকাল মহাপুরুষদের প্রতিভা।


বর্তমানে 'পিডিএফ' ফাইল হাটিয়ে দিচ্ছে বই ছাপা
তবে দুধের স্বাদ তো আর কোনদিনই ঘোলে মেটেনা
তাই, ডিজিটাল পাতা বইয়ের স্থান নিতে পারবে না।


দু'হাজার তেইশে, বই দিবসের থিম আদিবাসী ভাষা
পূর্ণাঙ্গ পাক,,,আঞ্চলিক আদিবাসীদের সুপ্ত আশা।


*******************************
সুব্রত ভৌমিক   ২৩/০৪/২০২৩   কোল-৭৫
********************************