ভুয়ো
(কবিতা)
      
ঘরের বাইরে...দুনিয়াটা দুর্বোধ্য
গিচ্-গিচে 'ভুয়ো' সব লোকে ভরা,
নির্ভরযোগ্য লোকের খুবই অভাব !
বিশ্বাস, প্রায় কাউকেই যায়না করা।


চারপাশের লোকজন ?
বেশিরভাগই সব 'ভুয়ো' আপনজন--
করেন, কত শত সব মধুর সম্ভাষণ !
কিন্তু অসময়ে !
আসল রূপ ধরে, এরাই হন বিভীষণ !


উঁচু গলায় যারা বলেন...'আমি সৎ',
তারা বেশির ভাগই হন 'ভুয়ো',
কথা বলেন সুন্দর, কিন্তু মনে খুউব দুঃখ--
কারন সুযোগই যে পাননি ! হতে অসৎ।


এখন...যে কেউ ইচ্ছেমত ভেক্ ধরে--
হতে পারেন 'ভুয়ো' বড়সড়ো কেউকেটা,
তেনারা কিন্তু সর্বত্র ভীষণ প্রভাবশালী !
ধরে থাকেন, উঁচু মহলের, শক্ত-খোঁটা !


জনতা, বোঝে না ফারাকটা কোথায় ?
'ভুয়ো' বা তথাকথিত 'ডিগ্ৰীধারি বিদ্বান',
দুজনেই তো থাকেন সুযোগের অপেক্ষায় !
অনুকূল পরিস্থিতিতে, ঘটান সব অঘটন,
এরাই তো সমাজের ক্ষয়ের বড় কারন !


এ যেন হয়ে গেছে এক 'ট্রাডিশন',
আর কত? আর কত গোল্লায় গেলে--
প্রতিবাদে ঘুরে দাঁড়াবে সব জনগণ ?
ফিরবে সুস্থ সমাজ ? থামবে এ প্রহসন ?
*********************************
সুব্রত ভৌমিক  ০৮/০৯/'২১  কোল-৭৫
**********************************