.                 # 'বিলুপ্ত-বসন্ত' #
                      (কবিতা)


এ বছর, বসন্ত-ঋতু আছে আর দিন সাতেক
          কিন্তু শান্তি তার কোথায় গেল?
চৈত্রেই তাপ-প্রবাহ ! তাকে ধাক্কা দিয়ে সরালো।


বোধহয়... 'বসন্ত-বিলোপ' করছে প্রকৃতি দ্রুত
            শাস্তি দেবে সে মানুষকে
কারণ! পাপের ঘড়া প্রায় পূর্ণ মানুষ্য-সমাজে।


অতীতের কোন শিক্ষাই নেয়নি বর্তমান প্রজন্ম,
             চাইছে ভোগ করতে, একা!
প্রকৃতির অসহ্য! করবে তাকে ডাইনোসরের দশা।


কোন দিন যদি সত্যি এমন আসে ! ঋতুরাজ মৃত
            চারদিক শুষ্ক, শীতল বা তপ্ত...
পারবে কি বাঁচতে ? সব মানুষ নিয়ে তার ঔদ্ধত্য।


বাঁচবার রাস্তা বেঁচে আছে... মনে হয় একটাই
          ফেরাতে হবে লুন্ঠিত বনানী
অবশ্য যদি ফেরায় সমতা, মানুষ নামের প্রাণী।


****************************
সুব্রত ভৌমিক  ০৭-০৪-২০২৪  কোল-৭৫
****************************