# 'বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস' #
              (কবিতা)


যখন এসেই গেছি ধরায়
ইচ্ছে আছে ফেরার আগে
ধন নয়, অন্য কিছু করার
"আঁচড়-কেটে" যাওয়ার।


সিনিয়রের সিনিয়র আমি
সময় বেড়েছে, করে তরতর
কি করতে পেরেছি জানিনা
ভালোবাসা পেয়েছি বিস্তর।


হুস্ করে চলে গেল যৌবন
হঠাৎ ! বুড়িয়ে গেলাম ভাই,
না হলে ! দেখিয়ে ছাড়তাম
কা কে বলে, আরো লড়াই।


শুধুই একদিন কেন বছরে-
বিশ্ব-বরিষ্ঠ-নাগরিক দিন?
ভালো-মন্দ যাই হয়ে থাক্
স্বীকার করতেই হবে ঋণ।


আনন্দ সাগরে ভাসবে চলো
খুলে ফেলো সব "দড়া-দড়ি"
ভাসাও তরণী গাইতে গাইতে
মিলে-মিশে সবে নৃত্য করি।


*************************
সুব্রত ভৌমিক ২১০৮২০২৩ কোল-৭৫
*************************