# 'বিশ্বকর্মা হারা' #
     (কবিতা)


এই প্রথম....
বিশ্বকর্মা ঠাকুরের পুজো দেখলাম না।
আবার এসেছি পুরীতে...পুজো দিতে
শ্রীজগন্নাথ ঠাকুর দর্শনও হোল মসৃণ!
কিন্তু কোথাও....
তাঁর পুজো প্যান্ডেল চোখে পড়ল না।


এতবড় মন্দির যাঁর চেলাদের তৈরী-
তাঁদেরকে ভূলে গেছে কলিঙ্গ দেশ!
বড়সড় আবাসনেও নেই কোন পুজো!
দেখতে পেলে, পরে খুশি হতাম বেশ।


শুনলাম পুজো এখানে...
বড়সড় কয়েকটি গ্যারেজেই সীমাবদ্ধ
জনগণের নেই বিশেষ কোন উৎসাহ।
নীলাচল মনে হোল, শুধুই জগন্নাথ ময়
শুধুই, প্রভুর অন্নের আয়োজন করা হয়।
************************
সুব্রত ভৌমিক ১৭-০৯-২০২২  পুরীধাম।
*************************