# 'বই' #
(যমক শব্দের কবিতা')


প্রতি বছর 'বইমেলা'-তে...
সবার 'বই' কিনেছি, মন ভরাতে,
থরে থরে গল্পের 'বই' সাজান তাকে
এখন আর জায়গা কই ?
সত্যি-মিথ্যা-গপ্পে  ভরা সব লেখা !!
মনেহয়...ভূতের বোঝা 'বই'।


হাতে পেয়েছি স্কুল কলেজে--
শুধু নিজের পড়ার বই,
ছিলেম আমি 'বইয়ের-পোকা' !!
সব পড়া কন্ঠস্থ ছিল তাই।


এখনতো  মোবাইলেই সব...
বই পড়া, গান শোনা, কত কি !!
তাই, বইয়ের যত্ন আর নেয় কে ?
সব, উইয়ের পেটে যাবে 'বইকি'।


বয়েস তো হয়েছে !! কখন যে কি হয়...
জীবনের 'বইঠা' তো তাঁর হাতে !!
তাই, ভাবছি বেঁচে থাকতে থাকতে
বিলিয়ে দেব সব বই...
জীবনতো আর একটা 'বই' দুটো নয় !!
***********************************
সুব্রত ভৌমিক ১৫০৭২০২০ ২৭১১২০২১ কোল-৭৫
যমক শব্দ, মানে একই শব্দের অনেক অর্থ।
************************************