# 'বুড়ো' #


না না না !!
বুড়ো আমি কক্ষনোই হবো না,
সে যতই বয়স বাড়ে বাড়ুক
আমি ও পথে এখনই হাঁটব না।


দেহটা শেষে সাথ দেবেনা জানি
সে তো অনেক পরের জমানা !!
এখন এই সত্তরোর্ধ্বে নিজেকে
কিছুতেই বৃদ্ধ, অথর্ব ভাববো না।


ঘুরবো যেদিক মন যায়, প্রাণ চায়...
সংসারের দায়িত্ব সব হয়েছে শেষ
করব তাই, যা করলে বলবে মন
"এই তো চাই !! এবার  হয়েছে বেশ"।


কিছু লোক প্রায় সম্যক্  সুস্থ
বয়স, একষট্টি হয়েছে কি হয়নি !!
জোরকরে ঢোকে বুড়োর দলে,
আসলে ওরা ফাঁকিবাজ !! অলস
ভালো পেনশন পায়, ভাগ্যফলে।


মনকে দিয়ে চাবকে আমি
শরীরটাকে রাখব করে ঠিক,
যত দিন যায় যাক্ না এভাবে
বেশি চিন্তা !! করে সব বেঠিক।
**********************************
সুব্রত ভৌমিক ২৭০৭২০২০ ২৩১২২০২১
কোল-৭৫
**********************************