# 'চাষা' #


'চাষা' হয়ে জন্মেছে সব মানুষ
উর্বর 'মানব-জমির' মালিক সবাই,
সীমানার তার আদি-অন্ত নেই...
সঠিক সময়ে, মনের সঠিক আবাদে--
ফলে সোনা !! অভিজ্ঞতা বলে তাই।


এখানে...
'বিবেক' করায় ইচ্ছুক 'মন'-কে দিয়ে
আশ মিটিয়ে 'জ্ঞান'-এর সব চাষ,
এই ফসলেই বলিয়ান হয়ে মানুষ
রাজার মত আজ, ধরায় করে বাস !!


সচ্ছ মনের সঠিক দিশার মানুষ
করেছে যুগান্তকারী সব আবিষ্কার,
গ্ৰহ থেকে গ্ৰহান্তরে দিচ্ছে পাড়ি !!
অজানাকে জানার করেছে অঙ্গীকার।


তবে... ....
আছে কিছু বিপথগামী দাম্ভিক 'চাষা',
সফলতার অহংকারে হয়েছে বোধ-শুন্য !!
ধ্বংসাত্মক আণবিক প্রতাপ প্রর্দশনে
প্রাণের অস্তিত্ব করছে ভীত ! বিপন্ন।


অবশ্যই...
এখনো 'সব ভালো' হয়ে যায়নি 'শূন্য',
ভালোবাসাই বাঁধতে পারে সব 'চাষা'-কে
করতে বিধাতার সৃষ্টি...সুখ-শান্তিতে পূর্ণ।
************************
সুব্রত ভৌমিক  ০২১০২০২১  কোল-৭৫
************************