# 'ছোট ছোট কবিতা-৯ ' #   রুবাইয়াত্ ছন্দে


*********************************
'ত্রাহস্পর্ষ'


বছর বছর চলছে বাংলায় ত্রাহস্পর্ষের অনাসৃষ্টি
ক্ষমতাশালী, কামিনী-কাঞ্চনে ডুবে ভুলেছে কৃষ্টি।
চুরি-জোচ্চুরি, ফন্দি-ফিকিরে পৌঁছে গেছে শীর্ষে
তেনারাই নাকি দেশকে দেখাবেন, উন্নয়নের বৃষ্টি !


*********************************
'বেনজির'    
                
আজব জমানা! যে নেতা চাকরি চুরিতে ধরা পড়ে-
ভক্তবৃন্দ তাকেই উৎসাহে মালা পরিয়ে বরণ করে।
বিষ্মিত হয়ে দেখে জনগণ, এমন বেনজির অঘটন
ভবিষ্যতে দশের সব আশা-ভরসা, রইল অনাদরে।


*********************************
'দুর্ভাগ্য'


অন্যায় সহ্য করে যায়, নিরুপায় হয়ে শেষে গ্রহণ করে
কিন্তু প্রতিবাদ করে না আমজনতা একটি বারের তরে।
সর্বস্তরে, প্রায় সব আমলা-আর্দালী এখন দুর্নীতি গ্ৰস্থ
নীরবতা সম্মতি জেনেও, জনগণ সৌভাগ্য খুঁজে মরে।


********************************
সুব্রত ভৌমিক  ০১ এপ্রিল ২০২৩ কোলকাতা-৭৫
********************************