# 'ছোট ছোট কবিতা-১০' # রুবাইয়াত ছন্দে


  
******************************


# 'যুগাবতার' #


আবার কবে ? ধরায় উদ্ধারে আসবেন যুগাবতার
মুমূর্ষু, নির্দোষ সব জনসাধারন পাবে কবে নিস্তার?
তাঁর কি আর নেই পতিত মানুষের প্রতি ভালোবাসা?
বেলাগাম দুর্নীতির ভয়াল ফাঁসে, সমাজ জেরবার।


******************************



# 'ডন্' #


শ্রীঘরে যদি না যায়, সব চুরি-চোরাপাচারীর 'ডন্'
অতি অবশ্যই দুর্বিসহ হবে, সব নির্ধন জনজীবন।
ভাবমূর্তি এবং বিশ্বাস ফেরাতে সক্রিয় আজ কোর্ট
সুতীব্র প্রতিঘাতে সমাজে ফিরে আসুক...সুশাসন।


*******************************


# 'অসহায়ত্ব' #


শাসককে ঘিরে থাকে পুলিশ, প্রতিষ্ঠান ঠুঁটো জগন্নাথ
আমজনতার দুর্দশার আর্জি জানাবার নেই কোন পথ
নেতৃত্ব করেন না সারাদিনে আগের মতো জনসংযোগ
বিনা পেনশনে অসহায় শিক্ষক, থামালেন জীবন রথ।


*******************


সংবাদে প্রকাশ...
হেয়ার স্কুলের পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পেনশন
পেতে কোন সরকারি সাহায্য না পেয়ে আত্নহত্যা
করছেন ২০২২ সালে।


******************************
সুব্রত ভৌমিক  ২৯০৫২০২৩  কোলকাতা-৭৫
******************************