'ছোট ছোট কবিতা'-(৫)  রুবাইয়াৎ ছন্দে
*********************************
# 'তাঁর খোঁজে' #


একই সূত্রে গাঁথা...বিশ্ব-প্রাণ, ক্ষুদ্র-প্রাণ
কায়-মন-বাক্যে এ বিশ্বাসই, পরম জ্ঞান।
বৃথা খুঁজে ফিরি তাঁকে...আনাচকানাচ
তিনি তো সর্বভূতে, চিরদিনই বর্তমান !!
*************************
# 'ঈশ্বর' #


পবিত্র মানব হৃদয়ে ঘটে তাঁর প্রতিফলন,
ভাস্কর প্রতীয়মান হন, স্বচ্ছ জলে যেমন।
শুদ্ধ অন্তরের অন্তস্থলে ঈশ্বর হন দৃশ্যমান
মায়া-মুক্তিতে যখন প্রকট হয় তৃতীয় নয়ন।
**************************
# 'প্রকৃতি' #


প্রাণ ভরে দেখ প্রকৃতি, কত সুশৃঙ্খলভাবে বাঁধা,
কোথাও নেই কোন বিচ্যুতি ! পরস্পর ছন্দে-গাঁথা।
লোভী মানব মন, বাসনার বাতাসে চঞ্চল-ছন্নছাড়া,
বৈরাগ্য আনে তাকে বশে...বিদায় দিতে ব্যার্থতা।
*********************************
সুব্রত ভৌমিক  ০৩-০৮-২০২২   কোল-৭৫
*********************************