# 'ছুটি...ছুটি' #
   (কবিতা)


কুড়ি-উনিশ সাল...
কাক ভোরে...ডিসেম্বরের এক শীতের সকালে
দল বেঁধে 'সিনিয়র' স্বামী...আমরা দশজন
একদিনের ছুটির ঘন্টা বাজিয়ে ছুটে যাই
বহু দূরের...বকখালির সমুদ্র তীরের বিশালতায়
ফিরিয়ে আনতে শৈশব ও অবিবাহিত যৌবন।


গিন্নির ঢালাও বরে...
যেখানে খুশি সেখানে ঘুরতে পারি...
যা মানা, তাই আমরা খাইতেও পারি !!
'সা-নি-ধা-পা-মা-গ-রে-সা'
গাইতেও পারি...কাটল এমনই খাসা।


কাটিয়ে আনন্দে ষোলো ঘন্টা...সারাটা দিন
" পুণঃ মূষিক ভবঃ"...
সংসারে ফিরে "কর্তা" সেজে
আবার সেই সোঁদা জীবন ...পুরুষত্ব-হীন।
*********************************************
সুব্রত ভৌমিক  17122019  02122021 কোল-৭৫
*********************************************