# 'দেশের বাড়ি' #  
     (কবিতা)                


বছরে, দু'বার তো যাওয়া হয়ই....
কখনো সখনো তিন-চার বারও হয় !!
কিন্তু এখন ...
অতিমারিতে সব নিশ্চল, প্রায় দুবছর পার !!
কখন যাব আবার দেশের বাড়ি কুচবিহার ??


এখানে তো ভালই আছি পরবাসে আনন্দে
নিয়ে আধুনিক বাড়ি, গাড়ি, ভরা সংসার  !!
তবুও মন বলে অহরহ ...
"সোনালী অতীত পড়ে আছে তোর্ষার পাড়ে !!
চল্ , দেখে আসি তারে প্রাণভরে আরেক বার"।


'সিনিয়র' বন্ধু সেখানে আছে কয়েকজন
দেখা হলেই রাস্তায়...
চেঁচিয়ে বলবে খুব আপনজনের মত--
"কি রে...কেমন আছিস কোলকাতায় ?
ফিরে আয় নিজের দেশে
থাকি আনন্দে একসাথে...শেষ বেলায়"।


নির্মল-শান্ত-স্নিগ্ধ-আদরের তোর্ষাপাড়ে
মনেপড়ে ছোট্ট বেলার গান....
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর তোর্ষায় এলো​ বান"।


কত স্মৃতি ভেসে আসে... অম্ল-মধুর !!
বর্ষায় ভয়ঙ্কর বানভাসি...শরতে সোনালী
দুহাত ভরে দিয়ে যেত ...
বৃষ্টিতে ইলিশ, শীতেতে আড়, বোরলী।


রাজার আদরের শহর ছিল কোচবিহার    
'ক্লাসিক্যাল' স্থাপত্যে গড়া প্রাচীন প্রাসাদ
সাথে ধনীদের বাড়ি ছিটিয়ে আছে চারিধার।


আধুনিক বহুতল বাড়ি...অনেক এখন,
বহিরাগত ভিন্নভাষী দেদার লোকজন,
সব বড়ই বেমানান.....
দুঃখ হয়, বিলীন হচ্ছে আভিজাত্য,
বাকি বৈশিষ্ট্য !! বিস্মৃতির-গর্ভে পাবে স্থান।
*********************************************
সুব্রত ভৌমিক১৯০৭২০২০  ২০১১২০২১  কোল-৭৫          
*********************************************ঔ