.        # 'দেবতার অদৈবিক আচরণ' #
                (আধ্যাত্মিক কবিতা)


.              সত্য যুগে .....


সমুদ্র মন্থনে... প্রতারিত হয়েছেন সব অসুর
সহদরকে ঠকাতে ! দেবতাও করেননি কসুর।


মহিষাসুর বধে, দেবতারা করেছিলেন জোট
জলাঞ্জলি দিয়েছিলেন, আত্মসম্মান বোধ।


.               ত্রেতা যুগে....


বিনা দোষে, আড়াল থেকে, অন্যায় ভাবে
'বালী-রাজ'-কে কেন বধ করেন শ্রীরামচন্দ্র?
সুগ্রীব কে পেতে, দিয়েছেন অন্যায় প্রাণদণ্ড!


সুর্পণখার নাক কাটা, অন্যায় ছিল লক্ষণের
প্রেমে সাড়া না দিলেই তো যথেষ্ট ছিল তাঁদের।
তা হলে এড়ান যেত, রাম-রাবণের ভীষণ যুদ্ধ
সীতাদেবীও হোতেন না, নানান অপমানে বিদ্ব।


পিতৃহত্যার প্রতিশোধ নেন পরাক্রমী পরশুরাম,
দু'শো বছরে পূর্ণ করেছেন...জঘন্য মনোস্কাম।
হত্যাকারী, শুধু এক ক্ষত্রিয় রাজার অপরাধে!
একুশবার ক্ষত্রিয় শূন্য করেন বিশ্ব, কুঠারাঘাতে।


.                দ্বাপর যুগে....


সূর্যদেবের দেওয়া রক্ষা-কবচ ছিল কর্ণের অঙ্গে
ছলে, ইন্দ্রদেব করেন তা হরণ ঠিক যুদ্ধের আগে।
দেবরাজ অন্যায় করেছিলেন, পুত্র অর্জুনকে বাঁচাতে
কারণ মৃত্যু সুনিশ্চিত ছিল, অজেয় কর্ণের হাতে।


কর্ণ পাননি বংশ পরিচয়, তাঁর ট্রাজিক জীবনে
মাতা কুন্তীর অন্যায় আচরণ ছিল, এর পেছনে।


আঙুল কেটে, একলব্যের গুরুদক্ষিণা-গাথা,
স্মরণে আনে, জাত নিয়ে "বজ্জাতি"-র কথা।


.                কলি যুগে....


বিক্রি হয়ে গেছেন 'লক্ষ্মী', অসৎ ধনীর ঘরে
আমজনতার জীবনে দুর্দশা, দুয়ারে দুয়ারে।


চোর-পুলিশ মিলেমিশে হয়ে গেছে একাকার
নিভৃতে কাঁদে বিচার, কোথায় কল্কি অবতার?


'কলি'-র অবতার কি পারবেন এত পাপ সরাতে?
বরঞ্চ...সত্যযুগ দ্রুত আসুক ফিরে শান্তি দিতে।


.      **************    


খুঁজলে পাওয়া যাবে আরো গল্প, বেদ পুরাণে
কারণ, অন্ধকার দিক ছিল বহু দেবতার মনে।


লিখলাম...যা বিশ্বাস করেছি সাদামাটা মনে,
গভীরে এ সব কর্মের ব্যাখ্যা ! দেবতাই জানে,
ক্ষমা প্রার্থী... যদি ভুল থাকে আমার কলমে।


***************************
. সুব্রত ভৌমিক ২৯-৯-২০২৩  কোল-৭৫
***************************