# 'ঢাকি' #
    (কবিতা)।


দূর্গাপুজো শেষ হয় বিজয়া দশমীতে...
কিন্ত একাদশীতে, ওদের হয় ষষ্ঠী !!
ওরা ফিরবে অর্থ নিয়ে গ্ৰামের বাড়ি
কিনবে পরিবারের পুজোর পরিধান,
ওরা বংশপরম্পরায় বাজায় ঢাক
ঐ ঢাকের বোলে, পুজোয় আসে প্রাণ !!


একই পরিবারের তিন প্রজন্মের পুরুষ
আসেন ঢাক বাজাতে সবাই মিলে !!
পাড়ার বারোয়ারি বা বাড়ির পুজোয়
পঞ্চমীর সেই শুভ লগ্নের বিকেলে।


ওরা ঢাকি...
ওরা নিজের দুঃখ ঢেকে রাখে হাসিতে
নেচে নেচে বাজায় ছন্দে ছন্দে ঢাক,
ঢোল-কাঁসির তালে কোমড় দুলিয়ে
প্রায় সবাই নাচেন আনন্দে, ধুনুচি নাচ !!


ওদের ছাড়া পুজো সম্পূর্নই  হয় না !!
কিন্তু, একটু গভীরে আমরা কক্ষনো--
ওদের দুঃখ-কষ্ট-ব্যথা নিয়ে ভাবিই না।


সত্যি বলতে কি, আমরা প্রায় সবাই
ভীষন ভালো, শুধু নিজের বেলাতে
অন্যের সমস্যার কথা ভাবার সময় !!
বড়ই কম পড়ে যে।
*********************************
সুব্রত ভৌমিক  ২৯১০২০২১  কোল-৭৫
**********************************