# 'ধোবী-তালাও' #
    (কবিতা)


পৃথিবী হল...সব থেকে বড়--
বিশাল...এক 'ধোবী-তালাও' !!
এখানে স্বয়ং ঈশ্বর হলেন 'ধোবী',
লক্ষ যোনি পেরিয়ে শুধু মানুষই-- 
এখান থেকে--
তাঁর শরণে হতে পারেন...নবী।


পরিস্কার ও শৃঙ্খলিত করে--
রজক দেন, বস্ত্রের নূতন প্রাণ !!
আর ধরায়....সুশৃঙ্খল--
আধ্যাত্মিক জীবন ধারা দিতে পারে
জন্ম-মৃত্যু-চক্র থেকে, চির-পরিত্রাণ।


প্রবাদে আছে--
"চোরায় না শোনে ধর্মের কাহিনী"...
অধিকাংশ মানুষই যান না তাঁর পথে,
তাই.....
জন্ম-মৃত্যু-চক্র-বেদনা হতে মুক্ত না হয়ে--
পুতুল হয়ে যান তারা, যম রাজার হাতে।
এই আসা-যাওয়া, চলে অনন্ত কাল ধরে
যতদিন না আত্মা মুক্ত হয়... চিরতরে।
**********************************
সুব্রত ভৌমিক ১২১১২০২১ কোল-৭5
***********************************