.         # 'দীঘা-সুন্দরী' #
               (কবিতা)


এ যেন ঠিক 'গোয়া'-র সমুদ্র সৈকত!
তাম্রলিপ্তের সবার প্রিয় 'দীঘা-সুন্দরী'...
আলিঙ্গনে প্রেম নিবেদন করে চলেছে-
দিনরাত-অজস্র-সহস্র, সিন্ধু-লহরী।


স্বজন সাথে এসেছিলাম দীঘা সৈকতে-
মোটামুটি সাড়ে-তিন যুগ আগে, যৌবনে
দু-দন্ড পেয়েছিল সবাই মনে শান্তি, দেখে-
সফেন-উর্মিমালার উল্লাস...আপন মনে।


প্রকৃতি ও মানুষ ছিল খুবই কাছাকাছি
বন্ধুর মত... সিক্ত গভীর ভালোবাসায়,
উপভোগ করেছে সবাই অপরূপ-নিসর্গ্য
বসে...ঝাউ বনের স্নিগ্ধ ছায়ায় ছায়ায়।


হালে বেড়াতে এসে দীঘা, পাচ্ছে কান্না
সোনালী বালুকা-বেলার দেখে দুর্দশা
প্রায় বিলুপ্ত সৈকত পারের সব বনানী
কংক্রিটের জঙ্গলে সব পড়েছে চাপা।


উচ্চস্বরে অবিরাম বেজে চলেছে মাইক,
সৈকতের চতুর্দিকে শুধু মানুষের মাথা
ক্ষত-বিক্ষত, ক্লান্ত আদরের দীঘা-সুন্দরী,
স্বার্থই মূখ্য সবার ! কেউ বোঝেনা ব্যথা।


প্রাচ্যের  'দীঘা' ও প্রাশ্চাত্যের 'ব্রাইটন'
এ দুই সৈকত ছিল যেন যমজ দু'বোন,
বহুযুগ আগে সুন্দরী দীঘা ভুলিয়ে ছিল
বণিকের বেশে আসা, সাহেবদের মন।


অসহ্য! মানুষের লাগাতার বেয়াদপি
ঘনঘন ঝড়ে, প্রতিবাদ করছে প্রকৃতি!
এসব থেকে যদি শিক্ষা না নেয় মানুষ
তাহলে! কপালে ঝুলছে অশেষ দুর্গতি।


************************
সুব্রত ভৌমিক ১৪০৩২০২৪ দীঘা সৈকত।
*************************