#  'ডিজিটাল-দুনিয়া' #
     (কবিতা)


স্কুল-কলেজ, কুশল-সংবাদ, দোকান-পাট
এখন সবই 'অন লাইনে' হয়...ফটা-ফট্ !!
খুশি মত 'ডাউনলোডে' বইপড়া, সিনেমা-দেখা
গান শোনা...আরো কতকিছু যে যায় করা !!
তাই অচল দুনিয়া আজ, 'ডিজিটাল' রীতি ছাড়া।


সেদিন কাছে, যখন 'হার্ডকপি' করা হবে 'ব্যান্ড' !!
তাই, তাল মিলিয়ে বদলাক্ পুরোনো সব 'স্ট্যান্ড'।


লোকে বলে...ডিজিটাল দুনিয়ার ফাঁকিতে--
মগজের সৃষ্টি লেখা !! এখন গেছে তলানিতে,
থরে থরে বই-পত্র সাজান না থাকলে ঘরে !!
কালজয়ী, অমর সাহিত্য চর্চা হবে কি করে !!


একে ভাই বলতো, কি করে বলি ফাঁকি ??
'ডিজিটাল-সিস্টেমে' লেখা, 'কপি-পেস্ট' করে
মুহুর্তে করছি পৃথিবী জুড়ে আদান-প্রদান !!
চোখের পলকে করছি অনেক অনেক কাজ--
আগের... যা বহু বহু পরিশ্রম ও সময়-সমান !!


আর, মগজ ছাড়াই সৃজন যদি হোত 'ডিজিটালে' !!
সবারই সাহিত্য সৃষ্টি, সাজানো থাকত সব 'স্টলে'।


গুহার পাথুরে দেওয়াল, পৃথিবীর প্রথম বইয়ের পাতা
সময়ে পাল্টেছে ধরন...কাঠ-প্যাপিরাস-তুলোট হয়ে
এখন...অজস্র অমূল্য অরণ্য-প্রাণ বিনিময়ে--
ঝক্-ঝকে, তক্-তকে...সব বই ও লেখার খাতা !!


এসো এসো সবুজ-বন্ধু নূতন ধারা, তাই
আগামীতে আসবে  উন্নততর অন্যকিছু--
যা ভবিষ্যতই বলবে সময়মত...এখন অজান্তেই।
**********************************************
সুব্রত ভৌমিক ২৬০৭২০২০  ২৫১১২০২১    কোল- 75
************************************************