# 'ডাঃ বিধানচন্দ্র রায় স্মরণে' #
         (কবিতা)


বিশ্বের আনেক বিখ্যাত মানুষের মত
তাঁরও জন্ম ও মৃত্যু তারিখ, একই দিন
এক বাঙ্গালী মায়ের কোল আলো করে -
এসেছিলেন এক পূণ্যাত্মা, আমিত্ব বিহীন।


জীবন শুরু হয়েছিল তাঁর কঠিন সংগ্রামে
অর্থাভাবে হয়েছেন নার্স, কখনো ড্রাইভার
জীবনের লড়াইয়ে লড়ে হয়েছেন জয়ী
সমাজ দিয়েছে মান্যতা..."ধন্যন্তরী ডাক্তার"।


জন্মেছিলেন নিয়ে বিষ্ময়কর এক প্রতিভা !!
মানুষের জন্য ছিল তাঁর অনন্ত ভালোবাসা,
দুঃস্থ সব রোগীর সেবা করেছেন সর্বস্ব দিয়ে
কৃতজ্ঞতা স্বরূপ তাই তাঁর 'জন্ম-মৃত্যু' দিন -
"ডাক্তার দিবস" হিসেবে পালিত হয় ভারতে।


বীতযৌবনে হয়েছিলেন সফল প্রশাসক,
কঠিন পরিশ্রমে, ভিত্ গড়েছেন​ বাংলার,
শিল্পাঞ্চল, উপনগরী, ব্যারেজ, বন্দর-
আরো অনেক কিছু দিয়েছেন উপহার।


সকল সরকারি বাধা সরিয়ে হয়েছিলেন -
বাংলা সাহিত্য-সংস্কৃতির ধারক ও বাহক,
ধরেছিলেন কপর্দকশূন্য সত্যজিত রায়ের হাত,
অস্কার পুরস্কার পেয়ে -
বাঙ্গালী হয়েছিল বিশ্বশ্রেষ্ঠ সিনেমা পরিচালক।


তবুও, কিছু নোংরা স্বার্থপর বাঙালী ছাড়েনি-
দিতে তাঁকে অনেক কুৎসিত মিথ্যা অপবাদ !!
সেঁটেছে পথের পাশে সব আপত্তিকর পোস্টার -
জনমানসে করতে তাঁর নির্মল ভাবমূর্তি বরবাদ !!


করজোড়ে প্রার্থনা করি -
ক্ষমা করে দেবেন সবে....হে মহান্ নিজ গুণে,
পহেলা জুলাই-এ আপনার মর্ত্যে অসা-যাওয়া,
সহস্র প্রণাম রইল তব শ্রীচরণে, এই পুণ্যক্ষণে।
****************************************
সুব্রত ভৌমিক  ০১-০৭-২০২২  কোল-৭৫
****************************************