.            # 'ধরিত্রী দিবস-২০২৩' #
                         (কবিতা)


দেখতে দেখতে পেরিয়ে গেল বয়স তিপান্ন
'ধরিত্রী দিবস' নিয়ে, কেউ কি কিছু ভাবে?
কেনই বা দিনদিন এ ধরা হয়ে যাচ্ছে বিপন্ন?


পৃথিবী, খুব দ্রুত সমস্যায় জড়াচ্ছে আকর্ণ
কিন্তু, মানুষ শশব্যস্ত সর্বদা মহাবিশ্ব জয়ে
পরপর ছুটছে রকেট...পথিবী হচ্ছে বিবর্ণ।


মহাবিশ্ব জয়ে অবশ্যই এগিয়ে যাক্ মানুষ
তবে, ধরায় আবাসস্থল কে বিপন্ন করে নয়
নিজে বাঁচলে, তবেই করা যাবে ব্রহ্মান্ড জয়।


কথায় বলে..."আপনি বাঁচলে বাপের নাম"
তাই, বহির্বিশ্বের অনুসন্ধান চলুক সদর্পে
তবে, প্রাধান্য দিয়ে আবাসস্থল পৃথিবীকে।


**************************
সুব্রত ভৌমিক ২২ এপ্রিল ২০২২ কোল-৭৫
'ওয়ার্ল্ড আর্থ ডে-২০২৩'  থিমের উপর লেখা।
'থিম-২০২৩'... " ইনভেস্ট ইন আওয়ার প্লানেট "
***************************