# 'দুয়ার' #  
  (কবিতা)


'নিউ-নরমাল' যুগের ভোরে
থেকোনা দুয়ার আর বন্ধ করে
কি হবে, আর কি হবেনা
ভেবে ভেবে হয়োনা আকূল !!
সাবধনতাকে ভরসা় করে
প্রতিকূলতাকে কর অনুকূল।


আসলে, সমস্যার সমাধান--
জানে সবাই অল্প, ভাসাভাসা
অল্প জ্ঞান......
কিন্তু ভাষণ দেয় বড়ই খাসা !!


সরকার দুয়ারে দুয়ারে এলো...
কিন্তু সমস্যা !! সেই-ই-ই রয়ে গেল
তাই...বুঝে ধীরেসুস্থে পা ফেলো।


নূতন নিয়ম থাকবে বহুদিন....
বড় বড় সব প্রতিষ্ঠান, ছোট হবে
অফিস যাওয়া, অ-দরকারি হবে
সন্তানের অফিস, তোমার বাড়ি হবে
ভাড়া বাড়ি, অনেক খালি হবে
লোকে, নিজের বাড়ি ফিরে যাবে
অনলাইনে, বাড়িতে থেকে অফিস করবে
চেনা পৃথিবীটা ! হটাৎ করে পাল্টে যাবে।


তাই...সবাই থাক সাবধানে
জোড়া নয়ন দুয়ার, সজাগ রাখ    
নিয়ম মেনে, জরুরি কাজে চলো
সবাইকে নিয়ে, ভালো থাকো।
*********************************
সুব্রত ভৌমিক ১৬১২২০২০ কোল-৭৫
*********************************