.      # 'এলো নববর্ষ' #        
             (কবিতা)


কতশত দিন, যে ঢলে চলে যায়
নীরবে নিভৃতে আপন খেয়ালে
নূতন  ভাবে শুরু, হল পথ চলা
বৈশাখী দিনের, প্রথম সকালে।


ভরে যাবে প্রান্তর তরুণ শ্যামলে
ধরবে কুঁড়ি তরুর ঐ নীরস শাখে
প্রাণের পরশে ধরা উঠবে জেগে  
মন-ময়ূর নাচবে, হৃদয়ের মাঝে।


এসো বৈশাখ, জড়িয়ে পূর্ণ শক্তি
বৃষ্টি বিহীন তপ্তদিন পোড়াক পূতি,
নিয়ে যাক্ উড়িয়ে সব ঝড়া পাতা
বেঁচে থাক্, যার আছে যোগ্যতা।
***********************
সুব্রত ভৌমিক ১৮০৪২০২৩ কোল-৭৫
***********************