.        # 'ইঞ্জিনিয়ার্স-ডে -২০২৩' #
                     (কবিতা)


ল্যাটিন শব্দে...'ইনজেনিয়াম' মানে চালাকি
ঐ শব্দ থেকেই 'ইঞ্জিনিয়ার' শব্দের উৎপত্তি,
তাই.....
চালাক তথা মেধাবী হওয়া একান্তই জরুরি-
হতে 'ইঞ্জিনিয়ার, ...বাংলায় বলে প্রকৌশলী।


পুরকৌশলীরা করেছেন নব নব শহর পত্তন
মানব জীবন-যাত্রার মান ছুঁয়েছে প্রায় গগন!
অন্য প্রোকৌশলীরা-
নিত্য যন্ত্র উদ্ভাবনে, জীবনে এনেছেন আয়েস
উন্নত চিকিৎসায় আয়ু বেড়ে, সব আছে বেশ।


কাগজ-কলম-মস্তিষ্কের সুনিবিড় যোগাযোগে
এঁনারা-ই করেন নূতন নূতন অনেক আবিষ্কার,
তার জোরেই, মহাবিশ্ব বিজয়ে নেমেছে মানুষ
করেছে পদক্ষেপ অন্য গ্ৰহে, চাইছে অধিকার।


আরো উন্নত বিশ্ব গড়তে, মানুষ ছাড়িয়েছে সীমা
উষ্ণায়ন ও দূষিত পরিবেশ ডেকে আনছে ধ্বংস,
বর্তমান প্রজন্মের প্রোকৌশলীরা এখন শশব্যস্ত-
রক্ষা করতে অবলুপ্তি, ..আগামী প্রজন্মের বংশ।


পনেরোই সেপ্টেম্বরে ভারত জুড়ে পালিত হয়-
'ইঞ্জিনিয়ার্স-ডে' বা বাংলায় 'প্রকৌশলী দিবস',
কারণ এ দিন...
'নাইট-শিক্ষাবিদ-ভারতরত্ন-স্কলার ও বাস্তুকার'
নব-মহীশুরের স্রষ্টা ৺বিশ্বেশ্বরায়ের জন্মবার্ষিকী,
তাঁর ১৬৩-তম জন্মদিনে, রইল শ্রদ্ধাঞ্জলি আমার।


***************************
সুব্রত ভৌমিক  ১৫০৯২০২৩  কোল-৭৫
***************************