.              # 'এটাই জীবন' #
                      (কবিতা)


পঁচাত্তরের স্টেশন! প্রায় এসে গেছে সামনে
             পেয়েছি নোটিশ তাঁর
পদে পদে শরীর জুড়ে টেনেছেন তিনি ব্রেক
             ভারী কাজ করা! ভার।


মাথায় পক্ক কেশ, পিছনে আছে কিছূ কালো
           ঘন কেশরাশী কোথায় গেল?
বয়স ফেলে গেছে আঁচড় সারাটা শরীর জুড়ে
          অবজ্ঞা দিচ্ছে টের, হাড়ে হাড়ে।


জীবন গাড়িতে চেপেছি ! কিন্তু টিকিট তাঁর কাছে
           জানিনা কোথায় নামতে হবে
আছি বিন্দাস, নিয়ে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব
            নেমে যাব, টিকিট পেলে হাতে।


শরীরটা কে রেখেছি চির তরুণ মনের অধীনে
           খুব বেশী দিই না তাকে পাত্তা
হাজারো যত্নে রাখলেও বিগড়ে যাবেই সে জানি
            খুঁজে-ফিরি আনন্দের রাস্তা।
****************************
সুব্রত ভৌমিক   ২৯-১২-২০২৩ কোল-৭৫
****************************