# 'ঘুড়ি' #
  (কবিতা)


শরৎ কালের দুপুরে...
হটাৎ খেয়াল করি আকাশে
টুকরো সাদা মেঘের সাথে পাল্লা দিয়ে
উড়ছে অসংখ্য রঙিন ঘুড়ি,
মন ভুলানো...কি সুন্দর সব বাহার !!
প্রায় ষাট-বছর...একটানে গুটিয়ে--
বয়স হয়ে গেল...দশ আমার।


মনে পড়ে...ভরদুপুরে পাড়ার মাঠে
চুপি চুপি ঘুড়ির সূতোয় মাঞ্জা-ঘষা,
শুকিয়ে তাকে নাটাই বোঝাই করা,
ঘুড়ি বানাতে ঝাঁটার কাঠি ধংস করে
মায়ের বকুনিতে হত কি করুণ দশা !!


কাঁচের গুড়ো, গাছের গঁদ, আটার আঠা
কলাগাছের রস, আরো কতকি যে লাগত--
মাঞ্জা দিতে 'রিল' গুলোর সাদা সূতোয় !!
গ্ৰুপে, ফর্মূলা থাকত একদম সিক্রেট
যাতে ঘুড়ির লড়াইয়ে, হার না হয়ে যায় !!


অন্ধের মত ছুটে, ধরতে ভোঁকাট্টা ঘুড়ি
হাত পা কেটেছে কতবার যে পড়ে !!
কালো-কচু গাছের রস লাগিয়ে থেকেছি
সহ্য করেছি ব্যথা...বাড়িতে বলিনি ভয়ে !!


অলস দুপুরে আজ আমায়...
নিয়ে গেল ঘুড়ি বহু যুগ আগে !!
গঞ্জের, সেই সুন্দর ছোট্ট বেলায়। *****************************************
সুব্রত ভৌমিক  ২২০৯২০২০ ১৪১১'২১ কোল-৭৫
******************************************