.                    # 'গুণীহত্যা' #      
               (আধ্যাত্মিক কবিতা)


আত্মার অবাধ্য মানুষ করে চলেছে আত্মহত্যা,
                   বুঝতেই চায় না
মায়ার জালে বঞ্চিত হচ্ছে ...নিজের-ই  আত্মা!


কোন মানুষই ধরায় জন্মায় না, প্রতিভা ছাড়া
                   তবে কিছু মানুষ-
অভাবে-স্বভাবে হয়ে যায়, "মেঘে ঢাকা তারা"।


জ্ঞান-পিপাসা আর সঙ্কল্প যদি হয় লোভ ছাড়া,
                   ঈশ্বরের আশীর্বাদে
তখন পারিপার্শ্বিক প্রতিকূলতা আর হয়না বাধা।


সব ক্ষারধর্মী পদার্থই যেমন জলে গুলে যায় না
                   রসায়ন শাস্ত্র বলে,
লোভী মানুষের প্রতিভাও তেমন, বিকশিত হয় না।


ক্ষমতাসীনদের সীমাহীন লোভ, ধ্বংস আনছে যেচে
                বুদবুদ্-সম অস্তিত্ব জেনেও
হত্যা করছে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ, চাকরি বেচে।


আধ্যাত্মিক কথায়, হয়তোবা হচ্ছে অনধিকার চর্চা,
                  নিজের গুণাগুণ জানিনা
প্রশ্রয় দিয়ে দিয়ে অন্যায়, নিজেকেও করছি হত্যা।


*****************************
সুব্রত ভৌমিক  ০৯-১২-২০২২  কোলকাতা-৭৫
ঋণ স্বীকার............তৃতীয় শ্লোক, ঈশোপনিষদ্
*****************************