.            # জন্মভিটে #    
                (ছড়া)


হোক্....যেখানেই যার জন্মভিটে
মন বাঁধা পড়ে থাকে, সে তল্লাটে।


কুচবিহারের সেই-ই পুরোনো বাড়ী
ওইই আমার কাছে যেন রাজবাড়ী।


জুড়াতে যাই মাঝে মাঝে, ছুটে ছুটে
মন চায়না, ভিটে অন্যে বেচে দিতে।


শরীর কতদিন আর দেবে জানি না
মনের মনুষ...অন্যত্র যে মেলে না !!


স্বজন বিবর্জিত অরক্ষিত ভিটেমাটি
খুব খুব কঠিন ! টিকিয়ে রাখা সেটি।


পরিনতি এর, যদিও ভবিষ্যতের গর্ভে
চাইব, তার সম্মান যেন অক্ষুন্ন থাকে।


বলে... নাড়ির আর ভিটে-মাটির টান-
এড়ানো সহজ নয় ! দু'ই সমান সমান।


************************
সুব্রত ভৌমিক  ৩১১২২০২২  কোল-৭৫
*************************