.        # ‘জয়তু নেতাজি-২০২৪'#
                       (ছড়া)


বিশ্ববরেণ্য… আর এক সেরা বীরের কাহিনী
অনস্বীকার্য, নেতাজি সুভাষচন্দ্রের জীবনী।


বিশ্বজুড়ে এত বড় দুঃসাহসিক কান্ড কারখানা
শুধু এক জন বাঙালির কাজ ! বিশ্বাস হয়না ।


রূপকথার কতই গল্প শুনেছি ঠাকুমার কাছে
নেতাজির জীবন গাথা, গেছে সেসব ছাড়িয়ে।


অলীক-কাহিনীর সেই রাজকুমার, ছিল সশস্ত্র
একা নেতাজির ভরসা ছিল শুধু তাঁর বীরত্ব।

জীবনে ছিল না, বড় আর্থিক চাওয়া-পাওয়া
মননে ছিল ইচ্ছা, শুধু স্বাধীন ভারত দেখা।


আধ্যাত্মিক শক্তিতে ছিলেন অসীম বলীয়ান
শ্রীচিত্তরঞ্জন-স্বামীজির আদর্শে, উদ্ভাসিত প্রাণ।


ছিলেন সুদক্ষ সৈনিক ও ঋষি, একই আধারে
যেন কুরুক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ… দ্বাপরে।


ভগবানের কথা মেনে, যুদ্ধে অর্জুন হন জয়ী
রক্ত না ঝরিয়ে, পরাধীন থাকে ভারতবাসী।


রক্তের বিনিময়ে দেশে এনে দেবেন স্বাধীনতা
বিশ্বাস করেনি ভারতবাসী সেদিন, তাঁর কথা।

তাঁকে দেশ ছাড়া করেছিল 'ফেক' কিছু নেতা
ক্ষমতা পেয়ে তারাই খেয়েছেন, দেশের মাথা।
  
নেতাজি থাকলে হত না পাকিস্তান-বাংলাদেশ
খন্ডিত হত না, জাহান্নামে যেত না এ দেশ।


চাতকের মত চেয়ে আছে, সরল সব নরনারী
কবে হাল ধরে বাঁচাবেন … ডুবন্ত ভারত-তরী।


**************************
সুব্রত ভৌমিক ২৩-০১-২০২৪ কোল-৭৫
**************************