# 'জীবন-নদী' #   
    (কবিতা)


জীবন ...যেন এক নদী !!!!
থেমে কখনোই থাকেনা
নদীর মতই ধরে, "আঁকাবাঁকা"পথ--
"অনাকাঙ্খিত" ঘটনা !! ঘটে যখন হঠাৎ।


পাহাড়ী পথে নদী একরোখা, চঞ্চল-উদ্যম
যেন মানুষের অদম্য, শৈশব-কৈশোর-যৌবন।


ওরা 'সবুজ-অবুঝ' !! আপন বেগে পাগলপানা
নদীর মত ...."ভাঙ্গে" আর "গড়ে"--
সম্পর্ক আর সংসার !! পায় জীবন-যন্ত্রণা।


সমতলের শান্ত নদী যেন জীবন সায়াহ্ন...
'বাঁধাধরা-ঢিলেঢোলা' সাধারণ জীবন,
জৌ়লুস-হীন, নিজেকে বাঁচিয়ে-বাঁচিয়ে রাখা
আর, স্বার্থপর  আপনজনদের পর হতে দেখা।


করে "দান-ধ্যান", করে অন্যের উপকার-উদ্ধার
যেমন নদীর 'পলি', বিস্তির্ণ দু'পাড় করে উর্বর।


মোহনায়  নদীর 'জোয়ার-ভাঁটার' খেলা--
যেন 'বৃদ্ধ-বৃদ্ধা'-র জরাজীর্ণ মনের অস্থিরতা,
অসহ্য হয়ে, কখনো-সখনো ভেবে বসে--
এক্ষুনি সব ছেড়েছুঁড়ে... চিরতরে যাবে চলে !!


কিন্তু...ছাড়তে পারেনা 'মায়া'-র বন্ধনে,
পিছিয়ে আসে.....প্রশ্ন করে নিজেকে
কেন যাবে এখনই... নিজের সব ফেলে ?
থাকবে আরো কিছুদিন... নিজের ঘরে
তারপর যা হয় !!....দেখা যাবে পরে।


"যাওয়া-আসা"-র এই জোয়ার-ভাঁটা
চলতেই থাকে থেমে-থেমে মনের গহ্বরে
যতদিন না 'মৃত্যু' এসে, মুক্ত করে তারে
যেমন নদীকে মুক্তি দেয় 'সাগর', চিরতরে। *************************************
সুব্রত ভৌমিক ০৩০৬২০২০, ০৮১১২০২১
কোল- ৭৫ *************************************