#'জীবনানন্দ দাশ স্মরণে'#
        (কবিতা)


মৃত্যুর কয়েক যুগ পরেও ...
হে কবি, তোমার কলম প্রাসঙ্গিক
উন্নত সমাজ নিয়ন্ত্রক নারী শক্তি,
প্রমাণিত হল আজ...তুমি সঠিক।


তোমার কল্পনায়....
"হাজার বছর" ধরে প্রকৃতির -
প্রেয়সী রূপ হল "বনলতা সেন"
আজ সে অমানুষের হাতে ধর্ষিত
অতি-নগরায়ণের কালো হাতে
তার সর্বাঙ্গ, আজ ক্ষত বিক্ষত।


বাংলার রূপে -
খুঁজে পেয়েছিলে তুমি পৃথিবীর রূপ,
আবার হয়তো এসেছ, "অন্য বেশে"
কষ্ট নিশ্ছয় পাচ্ছ দেখে, ধ্বংস স্তুপ।


তুমি... ছিলে-আছ-থাকবে -
অমর হয়ে চিরকাল সবার অন্তরে,
এক'শ ছাব্বিশতম জন্মদিনে আজ
রইলো আমার সহস্র প্রনাম, শ্রদ্ধাভরে।


************************
সুব্রত ভৌমিক  ১৭০২২০২৪  কোল-৭৫
*************************